সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

আল আবরার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

বার্তা কক্ষ / ৩১৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের অন্যতম পর্যটনবান্ধব প্রতিষ্ঠান আল আবরার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) হোটেল সাগর গাঁওস্থ অফিসে অনাড়ম্বর আয়োজনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

অনুষ্ঠানে তাকে আল আবরার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে ‘সম্মাননা ক্রেস্ট’ প্রদান করেন প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মাওলানা আজিজুল হক।

এতে বিশেষ অতিথি ছিলেন- টুয়াকের সভাপতি তোফায়েল আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি ক্বাজি মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, এসএ টিভির কক্সবাজার প্রতিনিধি আহসান সুমন।

এছাড়া পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, কর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মেয়র মুজিবুর রহমান নিজের হাতে কেক কেটে অতিথিদের খাইয়ে দিয়ে আল আবরার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পঞ্চম বর্ষপূর্তির আয়োজনকে সফল করেন।

সংক্ষিপ্ত আয়োজনে মেয়র মুজিবুর রহমানসহ যারা উপস্থিত থেকে আন্তরিকতার পরিচয় দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল আবরার ট্যুরস এন্ড ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারী মাওলানা আজিজুল হক।

সেই সঙ্গে সততার সঙ্গে গ্রাহকদের সর্বোচ্চ সেবা যেন নিশ্চিত করতে পারেন, সেজন্য সবার দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, আল আবরার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার বায়তুর রহমান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব ক্বারি আতা উল্লাহ গণিসহ হফেজ ও আলেমরা অংশ গ্রহণ করেন। তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি-সফলতায় দোয়া ও মোনাজাত করেন।