শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

ডিসি মোঃ কামাল হোসেনকে টুয়াকের বিদায় সংবর্ধনা

বার্তা কক্ষ / ২৯০ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)। তার সম্মানে আয়োজন করা হয় নৈশভোজ।

সোমবার (৪ জানুয়ারি) রাতে পর্যটনভিত্তিক সংগঠনটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি। এছাড়া সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কর্তারা উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে দেশীয় পর্যটন শিল্প বিকাশে টুয়াকের কার্যক্রমের প্রশংসা করেন ডিসি কামাল হোসেন।

আগামীতে কক্সবাজারের পর্যটন শিল্পকে বিশ্ব মানের পর্যটন শিল্পে রূপ দিতে টুয়াক ও জেলা প্রশাসন যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় টুয়াকের ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদল, প্রতিষ্ঠাকালীন সভাপতি
এস এম কিবরিয়া খাঁনসহ কার্যকরি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুগ্ম সাধারণ সম্পাদক এস.এ কাজলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিরা নৈশভোজে অংশ নেন।