সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
কয়েকটি অনলাইন ও স্থানীয় পত্রিকায় ‘শহরে নলকূপ মিস্ত্রিকে ছুরিকাঘাত করে অপহরণ চেষ্টা, টাকা ছিনতাই’ শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। যা ঘটেনি তা লেখা হয়েছে উক্ত সংবাদ।
কথিত ভিকটিম নবী হোসেন আমার পূর্বপরিচিত। তার সঙ্গে আমার আর্থিক দেনা-পাওনার বিষয় ছিল। টাকার বিষয় নিয়ে সামান্য মৌখিক বিতর্ক হয়। সেখানে মারধর কিংবা অপহরণ চেষ্টার মত কোন কিছুই হয়নি।
সংবাদে অতিরঞ্জিত করে সামাজিকভাবে আমার মান ক্ষুন্ন করা হয়েছে।
আমি মনে করি, এতে বিশেষ মহলের ইন্ধন রয়েছে। যেটি শাক দিয়ে মাছ ঢাকার শামিল।
প্রকাশিত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদকারী
ওবাইদুল্লাহ
পিতা-হাবিব উল্লাহ
মুহসিনিয়া পাড়া, ধাওনখালী
পিএমখালী, কক্সবাজার সদর।