সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

মাছের ঝুড়িতে ৪০ হাজার ইয়াবা, দুই জেলে আটক

বার্তা কক্ষ / ২৯০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

আমান উল্লাহ কবির, টেকনাফঃ
টেকনাফের সাবরাং ডেইলপাড়া এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ দুই জেলেকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- টেকনাফের হোয়াইক্যং কাঞ্চন পড়া এলাকার মোঃ জাকারিয়ার ছেলে নুরুল ইসলাম (৩০), টেকনাফ পৌরসভার খাংকার ডেইল এলাকার মৃত মোঃ শাব্বির আহমেদ এর ছেলে জামাল হোসেন (৩৫)।

শুক্রবার (৮ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১ টার সময় তাদের আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদে জানতে পারি ইয়াবার একটি চালান পাচার হতে পারে। তাৎক্ষণিক ওসি (অপারেশন) খোরশেদ আলমের নেতৃত্বে এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই সানাউল, এসআই সাজ্জাদ সজীব,এসআই মিল্টন মন্ডলসহ একদল পুলিশ টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া পাকা রাস্তার উপর দিয়ে দুইজন জেলে মাছ ধরার উরি জালসহ যাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদেরকে আটক করা হয়। তাদের কাছে থাকা দুইটি মাছ রাখার ঝুড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, ইয়াবা ও আটককৃত জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।