রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

কক্সবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন শুক্রবার

বার্তা কক্ষ / ৬৪২ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪:
আগামী শুক্রবার (১৫ জানুয়ারি) কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উদ্বোধন হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে জেলার আট উপজেলা ৮টি ফুটবল দল এই টুর্ণামেন্টে অংশ নেবে।
৮ উপজেলাকে ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ করা হয়েছে।
‘এ’ গ্রুপে সদর, মহেশখালী, পেকুয়া ও টেকনাফ উপজেলা।
‘বি’ গ্রুপে চকরিয়া, রামু, উখিয়া ও কুতুবদিয়া উপজেলা।
স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজার পৌরসভার আয়োজনে টুর্নামেন্টের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ এই এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করার কথা রয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছে আয়োজকরা।
টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাউন্সিলর হেলাল উদ্দীন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
তিনি বলেন, করোনার কারণে পুরো ২০২০ সাল কোনো আয়োজন করা যায়নি। করোনার প্রকোপ কমে আসায় কক্সবাজারবাসীকে বিনোদন দিতে কক্সবাজার পৌরসভা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে।
মেয়র বলেন, প্রতিবছর ধারাবাহিকভাবে এই টুর্ণামেন্ট আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, শেভের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। এ সময় কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদ, মিজানুর রহমান, সাহাব উদ্দিন সিকদার, টুর্নামেন্টের মিডিয়া কমিটির সদস্য সচিব আহসান সুমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বলেন, এটিই কক্সবাজারের প্রথম বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্ট।
এই টুর্ণামেন্ট সুন্দর ও ঝাঁকজমকভাবে আয়োজন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অংশগ্রহণকারী উপজেলা দলগুলোও প্রস্তুতি সম্পন্ন করেছে। এই আয়োজনের জন্য মাঠ সংস্কারসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন করা হয়েছে বলেও জানান তিনি।
টুর্নামেন্টে জাতীয় ও বিদেশী খেলোয়াড়রা অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
চ্যাম্পিয়ন দল এক লাখ টাকা এবং রানাসআপ দল ৫০ হাজার টাকা প্রাইজমানি পাবে।
খেলায় সর্বোচ্চ গোলদাতা, ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্টকে ৫ হাজার টাকা দেয়া হবে।
খেলার সময়সুচীঃ
১৫ জানুয়ারি, ‘খ’ গ্রুপ: চকরিয়া বনাম রামু উপজেলা।
১৬ জানুয়ারি, ‘গ’ গ্রুপ: টেকনাফ বনাম মহেশখালী উপজেলা।
১৭ জানুয়ারি, ‘ক’ গ্রুপ: সদর বনাম পেকুয়া উপজেলা।
১৮ জানুয়ারি, ‘ঘ’ গ্রুপ: উখিয়া বনাম কুতুবদিয়া উপজেলা।
১৯ জানুয়ারি, ‘ঙ’ গ্রুপ: ‘খ’ গ্রুপে বিজয়ী দলের সাথে ‘গ’ গ্রুপ এবং ‘ক’ গ্রুপে বিজয়ী দলের সাথে ‘ঘ’ গ্রুপের সেমিনাল অনুষ্ঠিত হবে।
২০ জানুয়ারি, ‘চ’ গ্রুপ: ‘ক’ গ্রুপে বিজয়ী বনাম ‘ঘ’ গ্রুপের সেমিনাল অনুষ্ঠিত হবে।
সুবিধাজনক সময়ে ‘ঙ’ গ্রুপে বিজয়ী বনাম ‘চ’ গ্রুপের মধ্যে ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতিদিন বেলা ২ টায় খেলা হবে নকআউট পদ্ধতিতে।