শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

জমির বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

বার্তা কক্ষ / ২৬৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪#
কক্সবাজার সদরের ইসলামাবাদের চরপাড়া রাবারড্যাম এলাকায় জমির বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জন্নাতুল ফেরদৌস (১৩)।
স্থানীয় চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
রাত সাড়ে ৯ টায় রিপোর্ট লিখাকালে দুইজনের লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।
মহিউদ্দিন জানান, জমির বিরোধ নিয়ে একই এলাকার জাফর আলমের পুত্র আবুল কালাম (৩৫) এর সাথে ঝগড়া বাধে।
তাতে প্রতিপক্ষের কুপাঘাতে ঘটনাস্থলে রাশেদা বেগমের মৃত্যু হয়। মেয়ে জন্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিরিচ উদ্ধার করেছে।
অভিযুক্তদের কেউ আটক হয়নি।
তবে, অভিযান চলছে বলে জানা গেছে। ঘাতকরা গাঢাকা দিয়েছে।
ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোক বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা ঘেরা দিয়ে বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়।
তবে, আজিজুল হকের দাবি, নিজের ক্রয়কৃত জায়গায় ঘেরা দিতে গেলে বাধা দেয় আবুল কালাম।
বেশ কিছুদিন ধরে জমির বিরোধ চলে আসছিল। কিন্তু স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের দূর্বল ভূমিকার কারণে খুনের ঘটনাটি ঘটে গেল।
তার জন্য জনপ্রতিনিধিরা কোনভাবে দায় এড়াতে পারে না বলে এলাকাবাসী মনে করছে।