সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

কক্স আইসিটি পয়েন্টের ৪র্থ বছর পূর্তি উদযাপন

বার্তা কক্ষ / ৪৭৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারে আইসিটি বিষয়ের বেস্ট প্রাইভেট সলিউশন প্রতিষ্ঠান কক্স আইসিটি পয়েন্টের ৪র্থ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি রুহুল আমিন সিকদার।

বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার সিটি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক শ্রদ্বেয় জাহাঙ্গীর আলম, কক্সবাজার কমার্স কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বন্ধু জায়েদ আমিন, দৈনিক গণসংযোগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমান উল্লাহ, ডেলি সান পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেল।

এতে এম কামাল উদ্দীন, মো. রুবেলসহ কক্স আইসিটি পয়েন্টের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত সকল শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞতা প্রকাশ করছে প্রোগ্রামের সভাপতি এবং কক্স আইসিটি পয়েন্টের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মো. মিজানুর রহমান।

প্রথমে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থী ও অতিথিদের বক্তব্য এবং পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রোগ্রামে বক্তারা বলেন, কক্স আইসিটি পয়েন্ট এর কার্যকলাপ ও উন্নতি দেখে আসলেই প্রশংসিত। পাশে থাকা ও এগিয়ে যাওয়ার আহবান করেছেন।

প্রধান অতিথি বক্তৃতায় বলেন, আগামী ৫ম বর্ষ পূর্তি দিবস উপলক্ষে প্রধান অতিথি রুহুল আমিন সিকদারের সহযোগিতায় বাংলাদেশের আইসিটি মন্ত্রী আমন্ত্রিত হবে।

শিক্ষার্থীরা বক্তৃতায় বলেন, আইসিটি শিক্ষায় মিজান স্যারের কোন বিকল্প নেই। তারা আজীবন পাশে থাকবে বলে ব্যক্ত করেন।

উপস্থাপনায় দায়িত্বে ছিলেন আরিফুর রহমান ফাহিম। ক্যামরায় ছিলেন আদনান জারিফ।

জমকালো প্রোগ্রাম উপহার দেওয়ায় সকল অতিথিবৃন্দ, বাস্তবায়ন কমিটির রিশাদ, আজিজ, আরিফ, জসিম, তাজ উদ্দিন, রাউলসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।