সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের অসহায় মানুষের পাশে থাকতে হবে -নির্মল রঞ্জন গুহ

বার্তা কক্ষ / ৪৫৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি:
স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সেবকের ভূমিকা পালন করে অসহায় মানুষের পাশে থাকতে হবে। করোনা মহামারীসহ দেশের সকল প্রাকৃতিক দূর্যোগে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের এগিয়ে এসে প্রকৃত জনসেবকের পরিচয় দিতে হবে। এখান থেকেই জনগনকে স্বেচ্ছায় সেবা প্রদানের মন মানসিকতা নিয়ে জনপ্রতিনিধির কাতারে যোগ দিতে হবে।
কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের এই কর্মী সমাবেশ রবিবার বিকাল ৩ টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি রহিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা এম এ নেওয়াজ ও ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনুপম গুহ নয়ন ।
আরো বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট একরামুল হুদা পিপি, শহর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুর রহমান।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শাহাজান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এম ওসমান সরওয়ার আলম চৌং, সাংগঠনিক সম্পাদক রুস্তম আলম চৌধুরী, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, কৃষি বিষয়ক সম্পাদক হাজী জসিম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কুতুব রানা, সংযুক্ত আরব আমিরাতের সভাপতি আবুল হোসাইন, সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সরওয়ার আলম, রামু উপজেলা সভাপতি এডভোকেট মোজাফ্ফর হেলালী, সাধারন সম্পাদক তপন মল্লিক, উখিয়া উপজেলা সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক স্বপন শর্মা রনি, টেকনাফ উপজেলা সভাপতি সরওয়ার আলম, সাধারন সম্পাদক আবদুল হক, চকরিয়া উপজেলার সভাপতি শওকত আলম, পেকুয়া উপজেলার সভাপতি ওসমান গনি, সাধারন সম্পাদক নেজাম উদ্দীন এবং সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শহর শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ছোট।
সভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।