বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪ঃ
প্রান্তিক উন্নয়ন সোসাইটি (প্রান্তিক), বাংলাদেশ দাতা সংস্থা ওব্যাট হেলপারস ইউএসএ’এর অর্থায়নে ও হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) এর সহযোগিতায় ৯০০ শিক্ষাথীর পরিবারকে দুটি করে ১৮০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১১ই ফেব্রুয়ারী) সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এ অবস্থিত প্রান্তিক কমিউনিটি সেন্টারে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ক্যাম্প-৪ ও ক্যাম্প-৪ এক্সটেনশন এর ইনচার্জ মোঃ মাহফুজার রহমান।
এসময় তিনি, তীব্র শীতে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের জন্য প্রান্তিক, ওবাট ও এইচসিআই কে ধন্যবাদ জানান।
ক্যাম্প-৪ এর ইনচার্জ (অতিঃ) বিমল চাকমা, প্রান্তিকের প্রোগ্রাম ম্যানেজার শাকিল আহমেদ সহ প্রান্তিক ও ক্যাম্প ইনচার্জ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রান্তিক ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ওব্যাট হেলপারস ইউএসএ সহ অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় উখিয়া-টেকনাফে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য,শিক্ষা,নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন খাতে নানা প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।