বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা

রোহিঙ্গা শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে প্রান্তিকের শীতবস্ত্র বিতরণ

বার্তা কক্ষ / ৩২৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪ঃ
প্রান্তিক উন্নয়ন সোসাইটি (প্রান্তিক), বাংলাদেশ দাতা সংস্থা ওব্যাট হেলপারস ইউএসএ’এর অর্থায়নে ও হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) এর সহযোগিতায় ৯০০ শিক্ষাথীর পরিবারকে দুটি করে ১৮০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১১ই ফেব্রুয়ারী) সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এ অবস্থিত প্রান্তিক কমিউনিটি সেন্টারে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ক্যাম্প-৪ ও ক্যাম্প-৪ এক্সটেনশন এর ইনচার্জ মোঃ মাহফুজার রহমান।

এসময় তিনি, তীব্র শীতে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের জন্য প্রান্তিক, ওবাট ও এইচসিআই কে ধন্যবাদ জানান।

ক্যাম্প-৪ এর ইনচার্জ (অতিঃ) বিমল চাকমা, প্রান্তিকের প্রোগ্রাম ম্যানেজার শাকিল আহমেদ সহ প্রান্তিক ও ক্যাম্প ইনচার্জ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রান্তিক ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ওব্যাট হেলপারস ইউএসএ সহ অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় উখিয়া-টেকনাফে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য,শিক্ষা,নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন খাতে নানা প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।