সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মহান দিনটিতে সকাল ৮টায় প্রভাতফেরি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, ৯টায় আলোচনা সভা, সব শেষে ভাষা আন্দোলনে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে অংশ গ্রহণ করেন- ইংলিশ মিডিয়ামের ইনচার্জ হাসান মুহাম্মদ ইয়াসিন, সিনিয়র শিক্ষক বজলুল করিম, নুরুল হাশেম, একে রাসেল, মোহাম্মদ রাসেল, গিয়াস উদ্দিন, আশেক উল্লাহ, শাকের আহমেদ, সাইফুল ইসলাম, সেলিম রুবেল, শিউলি শর্মা, তাহসিন ইরতেজা, শাহিন আকতার, আজমিরা সুলতানা, সাবিনা আক্তার, আফিফা আকতার, রাহাতিল রাহি, ইসরাত জাহান মুক্তা, আবদুল্লাহ হোসাইন।
অনুষ্ঠান শেষে বেতার, বিটিভি ও ইন্টারন্যাশনাল স্কুলের সংগীত শিল্পী সেলিম রুবেলের একক সঙ্গীতানুষ্ঠান পুরো আয়োজনকে মাতিয়ে তুলে।