সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

বার্তা কক্ষ / ৩২৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩ মার্চ) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন্নাহার আয়শা এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন—শামশুল আলম (৪৫)। তিনি রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ধলিরছড়া মুরাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

‌‌আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ জুন আসামির নিজ ঘরে স্ত্রী না থাকার সুযোগে ওইদিন রাত সাড়ে ১১ টায় নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন শামশুল। পরবর্তীতে ১৪ বছরের ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনায় ২০১৮ সালের ৬ জুলাই ভুক্তভোগীর মা রাজিয়া বেগম বাদি হয়ে স্বামী শামশুল আলমের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করেন। পরবর্তী ২০১৯ সালের ১৪ মে এ মামলার অভিযোগ গঠন হয়। মামলায় ৯ জনের স্বাক্ষ্যগ্রহণ করে আদালত।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ মো. রেজাউর রহমান রেজা বলেন, রাষ্ট্রপক্ষ মোট ৯ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। এতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।