সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

কারামুক্ত হয়েই নির্বাচনের মাঠে আত্মস্বীকৃত ইয়াবা কারবারি

বার্তা কক্ষ / ৪৬৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
টেকনাফের সাবরাংয়ের আলী আহমদ (৩৮) আত্মস্বীকৃত একজন ইয়াবা কারবারি। আত্মসমপর্ণকৃত ১০২ জন মাদক কারবারির তালিকায় তার নাম ৯৩ নম্বর ক্রমিকে রয়েছে। এ মামলায় তিনি দীর্ঘ দিন কারান্তরীনও ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হন।
আত্মস্বীকৃত ইয়াবা কারবারি আলী আহমদ আগামী ইউপি নির্বাচনে সাবরাং ৬ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুরু করেছেন প্রচারণা।
সাধারণ মানুষের অভিযোগ, ইয়াবার টাকার বাহাদুরিতে নিজেকে শক্তিমান প্রার্থী হিসেবে মনে করছেন তিনি। টাকার ছড়াছড়ির আশঙ্কা করছে সাধারণ প্রার্থীরা।
অভিযোগ উঠেছে, আত্মস্বীকৃত এই মাদক কারবারি এলাকায় ফিরে শুরু করেছেন নানা অপকর্ম। তার নিকট হয়রানির শিকার নিরীহ লোকজন। প্রতিবাদের সাহসও পাচ্ছে না ভুক্তভোগীরা।
আলী আহমদ সাবরাং ৬ নং ওয়ার্ডের ঝিনা পাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ কাশেমের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আলী আহমদ বড় একজন কারবারি। তার হাত ধরে গড়ে ওঠেছে মাদক সিন্ডিকেট। যারা খুচরা, পাইকারি সব ধরণের মাদক পাচারে জড়িত। আগামী নির্বাচনে তার প্রার্থীতার খবরে বিস্ময় প্রকাশ করেছে এলাকাবাসী।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আলী আহমদকে ফোন করলে নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ততা দেখিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান।
পরে কল করবেন বললেও করেন নি।