সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪#
কক্সবাজারকে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর আঞ্চলিক জোন ঘোষণার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
তারা বলেন, কক্সবাজারকেন্দ্রিক বহু উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক বিমান বন্দরের কাজ সম্পন্ন হওয়ার পথে। আরো অনেক কাজ হবে। এসব বিবেচনায় কক্সবাজারকে আটাবের আঞ্চলিক জোন ঘোষণার দাবি রাখে।
হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর বার্ষিক আনন্দ ভ্রমণ শেষ অনুষ্ঠিত সভায় এ দাবি দেয়া হয়।
২৬-২৭ মার্চ চট্টগ্রাম অঞ্চলের এবারের আনন্দ ভ্রমণ সমুদ্র নগরী কক্সবাজারে হয়েছে। মহান স্বাধীনতার মাসে দুইদিনের আয়োজনে পুরো চট্টগ্রামের বিভিন্ন এলাকার দেড়শতাধিক ব্যবসায়ী স্বপরিবারে অংশ গ্রহণ করেন। আনন্দ ভ্রমণে অংশ গ্রহণকারী শিশুদের হামদ, নাতসহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। শেষেদিনে তারা ভ্রাতৃত্বপূর্ণ অনুষ্ঠানে মিলিত হয়।
শনিবার (২৭ মার্চ) রাতে সাগর পাড়ের অভিজাত আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হাব এর সভাপতি এম.শাহাদাত হোসাইন তসলিম, আটাব এর সভাপতি মনছুর আহমেদ কালাম, হাবের চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম, আটাবের চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাসেম, বাংলাদেশ বিমানের কক্সবাজার জেলা ব্যবস্থাপক মোঃ ফেরদৌস খান।
হাব ও আটাব চট্টগ্রাম অঞ্চলের সচিব মাহমুদুল হক পিয়ারুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- হাবের অর্থ সচিব মাওলানা ফজলুর রহমানসহ আটাব ও হাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে হামদ, নাতসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্বাগতিক এলাকার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী হাফেজ মাওলানা তোফায়েল উদ্দিন চৌধুরী। তিনি কক্সবাজারকে আটাবের আঞ্চলিক জোন ঘোষণার দাবি উপস্থাপন করেন।