বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়া উপজেলার লক্ষ্যারচর যুব পরিষদ আয়োজিত চেয়ারম্যান জি এম কাইছার গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় চকরিয়া ব্যবসায়ী সমিতি চিরিংগাকে হারিয়ে চ্যম্পিয়ন ট্রপি অর্জন করেছে রাব্বি স্পোর্টিং ক্লাব ইসলাম নগর।
খেলায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা কাইছার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- লক্ষ্যারচর ৩ নং ওয়ার্ডের মেম্বার ওসমান আলী খান, উপজেলা তাঁতীলীগের সভাপতি সোহরাব হোসেন নান্নু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) সভাপতি তারেকুল ইসলাম চৌধুরী, মানবাধিকার নেতা সাইদুল হক চৌধুরী, ইউনিয়ন যুবলীগ সভাপতি ছরওয়ার উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ আমান, দুবাই যুবলীগ সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সেক্রেটারি জুবাইদুল হক মিন্টু, ইউনিয়ন সেচ্ছাসেবক দল সভাপতি নুরুল আবছার আনওয়ার প্রমুখ। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন জাবেদ হোসেন ইরফান ও জাহাঙ্গীর আলম।