রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

জমজম হাসপাতালের চেয়ারম্যান ডাঃ ফজলুল হক, এমডি গোলাম কবির

বার্তা কক্ষ / ৩৩৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার অন্যতম বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান চকরিয়ার জমজম হাসপাতালের পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে চট্টগ্রামের বৃহৎ সেবাদানকারী প্রতিষ্ঠান পার্কভিউ হাসপাতালের চেয়ারম্যান ও মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ কে এম ফজলুল হক চেয়ারম্যান এবং হাসপাতালের প্রতিষ্ঠালীন পরিচালক মোঃ গোলাম কবির পুনরায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্বাচিত হয়েছেন।

এছাড়া হাসপাতালের ১৩ জন পরিচালকের মধ্যে মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাইস চেয়ারম্যান, মোঃ এহছানুল আনোয়ার পরিচালক (অর্থ) ও মাওলানা আবদুল করিম পরিচালক (প্রশাসন) নির্বাচিত হন।

মঙ্গলবার (৬ এপ্রিল) হাসপাতালের বোর্ড অফ ডাইরেক্টরস এর প্রথম সভায় উপস্থিত সবার ভোটে নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

নতুন কমিটি এমডি মো. গোলাম কবিরকে হাসপাতালের কর্মকর্তাদের অভিনন্দন।

জমজম হাসপাতালের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ নবনির্বাচিত পরিচালকমন্ডলী ও সকল কর্মকর্তাগনকে অভিনন্দন জানান। তাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে জমজম হাসপাতালকে চিকিৎসা সেবায় অনেক দূর এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, জমজম হাসপাতাল প্রতিষ্ঠানকাল থেকে চিকিৎসাসেবায় অনন্য প্রতিষ্ঠান হিসেবে প্রসিদ্ধ ও প্রশংসিত। চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারিসহ সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।