বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
সাঁচি চৌধুরী এমবি ট্রাস্টের তত্ত্বাবধানে যীনাতুল কোরআন কমপ্লেক্সের নাজেরা ও হিফয বিভাগ স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৯ এপ্রিল) বাদে জুমা
ট্রাস্টের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও পোকখালী মাদরাসার সাবেক শিক্ষা পরিচালক মাওলানা মাসরুর আহমদ।
কক্সবাজার শহরের ৫ নং ওয়ার্ডের চৌধুরীপাড়াস্থ মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক।
এতে দারুল কুরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন ক্বারী জহিরুল হক প্রধান প্রশিক্ষক এবং পূর্ব গোমাতলি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা ইমাম জাফর আলম প্রধান বক্তা ছিলেন।
সাঁচি চৌধুরী জামে মসজিদের খতীব মাওলানা আমান উল্লাহ বিশেষ বক্তা এবং ট্রাস্টের উপদেষ্টা এবং বিভিন্ন সেক্টরের দায়িত্বশীলবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাঁচি চৌধুরী এমবি ট্রাস্টের সাধারণ সম্পাদক ক্বারী কাজী মাওলানা মোঃ সাইফুল্লাহ কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে এম শামসুদ্দোহা চৌধুরী, মাওলানা মুহিব্বুল্লাহ, হাফেজ আলাউদ্দিন, মাওলানা হাফেজ ইউনুস ফরাজী, ক্বারী নুরুল হক, মাওলানা হফেজ ক্বারী জসিম উদ্দিন, মাস্টার শফিকুল ইসলাম, হাফেজ হেলাল উদ্দীন, মাস্টার হেফাজত উল্লাহ, মাওলানা ফারহান উল্লাহ, মাওলানা ক্বারী আব্দুল হালিম, আতাউর রহমান বুলবুল, মাওলানা আবুল ফজল, মোস্তাক আহাম্মদ প্রমুখ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাঁচি চৌধুরী এমবি ট্রাস্টের প্রয়াত সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরীকে স্মরণ করা হয়।
সেই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।