মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা

মা-বাবার পাশেই দাফন হলো দরিয়া নগরের ডালিমের

বার্তা কক্ষ / ২৯১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪ঃ
কক্সবাজার দরিয়া নগর পর্যটন স্পটের রূপকার আবু সায়েম ডালিমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৫ জিন) দিবাগত রাত ১১টার দিকে বাহারছরা কাঁচাবাজার সংলগ্ন এলাকায় নামাজে জানাজা পড়ানো হয়।

এরপর বাহারছরা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে চিরসমাহিত করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তার দাফন কাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে মুসল্লীরা জানাজায় অংশ গ্রহণ করে।

৫ জুন ছিলো মরহুম আবু সায়েম ডালিমের পিতা জয়নাল আবেদীনের মৃত্যুবার্ষিকী।

একই দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ডালিম।

তিনি উখিয়া আইসোলেশন সেন্টারে (SARI isolation & treatment centre) চিকিৎসাধীন ছিলেন।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার করা হয়। প্রস্তুত করা হয় এ্যাম্বুলেন্স। ঢাকার উদ্দেশ্যে রওনা হবার আগে পরপারে পাড়ি জমালেন কক্সবাজারের এই পর্যটন ব্যবসায়ী।

আবু সায়েম ডালিমের মৃতদেহ ‘ডিসইনফেকশন’ করে SARI isolation & treatment centre এর লাশবাহী গাড়ি রাত ১০ টার দিকে কক্সবাজার শহরের দিকে রওয়ানা দেয়।

নিজ এলাকা বাহারছড়ায় আনার পর স্বজনদের মতামত সাপেক্ষে বাবা-মায়ের কবরের পাশেই যথাযথ পারক্রিয়া শেষে কবরস্থ করা হয় ডালিমকে।