সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

কক্সবাজার চেম্বারের উদ্যোগে অসহায়, হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

বার্তা কক্ষ / ৩৬৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা পরিস্থিতিতে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকার অসহায়, দিনমজুর, হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করছে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল তিনটায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম দিনে ১০০ পরিবারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, চনা ইত্যাদির সমন্বয়ে প্রায় ১৫ আইটেমের ত্রাণ দেয়া হয়েছে। প্যাকেটে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও।

আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে এতে পরিচালক মোঃ ইমদাদুল হক, মাহমুদুল করিম মাদু, আবিদ আহসান সাগর, শহিদুল ইসলাম রাসেল, উদয় শংকর পাল মিঠু, অফিস সেক্রেটারি নাসির মাহমুদ, অফিস সহকারি আবদুল মালেক নাঈমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, গত বছর করোনাকালে হতদরিদ্রদেরকে মানবিক সহায়তা দিয়েছি। এ বছরও কার্যক্রম শুরু করেছি। প্রাথমিকভাবে ৩০০ পরিবারে ত্রাণসামগ্রী দেওয়া হবে।