শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

বহিরাগতদের বাড়াবাড়িতে খেলাধুলা নিষিদ্ধ ঘোষণা দিয়ে মাইকিং 

বার্তা কক্ষ / ৬৭৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪ঃ
টেকনাফের রঙ্গিখালি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে বহিরাগতদের খেলা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। সংঘর্ষ এড়াতে আপাতত সকল ধরনের খেলাধুলা নিষিদ্ধ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

প্রাক্তন ও বর্তমান ছাত্রদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে মাঠটিতে তারা খেলেছে। নামকরা অনেক ক্রীড়াবিদ সৃষ্টি হয়েছে এই মাঠ থেকেই। সম্প্রতি কিছু বখাটে ধরণের লোক মাদ্রাসার খেলার মাঠে বেপরোয়া আচরণ করে চলেছে। যে কারণে বহিরাগতদের খেলতে নিষেধ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুল ইসলাম বলেন, অধ্যয়নরত ছাত্রদের খেলাধুলার জন্যই মাদ্রাসার মাঠ।
মাঝেমধ্যে প্রাক্তনরা আবদার করে খেলতে পারে। কিন্তু বহিরাগতদের কারণে মাদ্রাসার ভাবমূর্তি ও আদব-কায়দার চরম ক্ষুন্ন হচ্ছে। এসব বিবেচনায় মাদ্রাসার মাঠে সকল ধরনের খেলাধুলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ দেয়া না দেয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে জানিয়ে সোমবার (১৭ মে) মাইকিং করা হয়েছে বলে জানান অধ্যক্ষ ফরিদুল ইসলাম।

গুটি কয়েক বহিরাগত ব্যক্তির কারণে মাদ্রাসার নিয়মিত ছাত্রদের খেলাধুলার ব্যাঘাত ঘটছে। মাঠটি সকলের জন্য উম্মুক্ত নতুবা শুধুমাত্র নিয়মিত ছাত্রদের খেলার জন্য নির্দিষ্ট করার দাবি সাধারণ শিক্ষার্থীদের।

এদিকে, বহিরাগতের কারণে নিয়মিতরাও খেলা বঞ্চিত হওয়ায় সর্বমহলে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত প্রতিকার চেয়েছে কমিটির কাছে।

জানতে চাইলে মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি ইউনুস বাঙালি বলেছেন, মাদ্রাসার খেলার মাঠে মাদ্রাসার ছাত্ররাই খেলবে। বহিরাগতদের খেলা কিংবা টিম গঠনের কোন অধিকার নাই।

তিনি বলেন, টিম করতে হলে কমিটির সভাপতি ও উপজেলা প্রশাসনের অনুমতি লাগবে। এখানে যেমন ইচ্ছে তেমন করার সুযোগ নাই।

বহিরাগতদের খেলতে দিলে সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করছেন ইউনুস বাঙালি।