সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

এনাম মেম্বারের মানবিক উদ্যোগ: একজন পঙ্গু মায়ের পা লাগানোর ব্যবস্থা 

বার্তা কক্ষ / ৩০০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

টেকনাফ সংবাদদাতা:
টেকনাফ সদরের ৮নং ওয়ার্ডের শিলবনিয়া পাড়ার একজন মহিলা দীর্ঘদিন পা নিয়ে কষ্টে। অনকেটা পঙ্গু। ঠিক মতো দু’বেলা খাবারের টাকাও নাই। সেখানে চিকিৎসা করবে কিভাবে? পায়ের অপারেশন করার এত টাকা যোগাড় কোত্থেকে করবে? এসব চিন্তায় দিন পার। ঠিক এমন সময়ে সেই বয়োবৃদ্ধ মহিলার পাশ দাঁড়ালেন ইউপি সদস্য এনামুল হক। ঘোষণা দিলেন, সব খরচ একাই বহন করবে। এনাম মেম্বারের এমন মানবিক ঘোষণা ও মহানুভবতা দেখে আবিভুত অসহায় মহিলাটি। অশ্রু ফেললেন। দু’হাত হাত তুলে দোয়া করে দিলেন মহান রবের দরবারে।
এই মহতি উদ্যোগের বিষয়ে জানতে চাইলে মেম্বার এনামুল হক বলেন, ৮নং ওয়ার্ডের শিলবনিয়া পাড়ার একজন মহিলা পা নিয়ে খুব কষ্টে আছে। অনেকটা পঙ্গু। হাঁটাচলা করতে পারেন না।
তিনি বলেন, আমার বড় আব্বা প্রয়াত এজাহার মিয়া ও আমার আব্বা মরহুম মোজাহার মিয়া ফাউন্ডেশন কর্তৃক পঙ্গু মায়ের পা লাগানোর সু-ব্যবস্থা করা হচ্ছে। তাকে বর্তমান ডুলাহাজারা মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা চলেছে। অল্প সময়েই অপারেশন সম্পন্ন হবে। মানবতার কাজে যেন অতীতের মতো এগিয়ে যেতে পারি, সকলের কাছে দোয়া চাই।