রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন কাজি মনজুর

বার্তা কক্ষ / ৫৭৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার কাজী হিসাবে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন কক্সবাজার জেলা কাজী সমিতির সফল সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মদ মনজুর আলম।

ঢাকা কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে গত সোমবার (১৪ জুন) তাকে এই সম্মাননা পদকে ভূষিত করেছে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস ও আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশন।

আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মদ মনজুর আলম সদরের খুরুশকুল ইউনিয় মুসলিম বিবাহ রেজিস্ট্রার।

বৈশ্বিক করোনা মহামারীতে জনসচেতনতা সৃষ্টি ও আর্তমানবতার কল্যাণে করনীয় শীর্ষক আলোচনা সভা শেষে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক মন্ত্রী ও বিএলডিপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন আল আজাদ।

প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহমদ।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন গণ আজাদী লীগের মহাসচিব ও আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান।

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর সভাপতি এ্যাডভোকেট মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধ কবি মোঃ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেত্রী ও মানবাধিকার ব্যাক্তিত্ব ফারহানা ইসলাম রিমি, মহিলা আওয়ামী লীগের নেত্রী ও নারী উদ্যোক্তা সৈয়দা শাহীতাজ বারী, জাতীয় জাগো নারী ফাউন্ডেশন এর সভাপতি রেহেনা আকতার রেনু, কবি ও নারী নেত্রী রোকসানা আমিন সুরমা, আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশন এর চেয়ারম্যান কবি শাহ আলম চুন্নু। শুভেচ্ছা বক্তব্য দেন মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। অনুষ্ঠানের বিভিন্ন দিক ‍তুলে ধরে বক্তব্য দেন ও মঞ্জুর হোসেন ঈসা।