রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

শক্তি মোটর্সের মালিক উজ্জ্বল সেন নারী নির্যাতন মামলায় গ্রেফতার

বার্তা কক্ষ / ৩০৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদক
নারী নির্যাতন ও অপহরণ মামলায় গ্রেফতার হয়েছেন কক্সবাজার শহরের বাস টার্মিনালস্থ শক্তি মোটর্সের মালিক উজ্জ্বল সেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের ঘোনারপাড়াস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার উজ্জ্বল সেন শহরের ঘোনারপাড়ার বিবেকানন্দ সড়কস্থ মৃত সুকুমার সেনের ছেলে। তার পৈত্রিক বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। উজ্জ্বল সেনের বিরুদ্ধে নাসিমা আকতার নামের (২৮) পিতৃহীন এক তরুণীকে অপহরণ করার অভিযোগে কক্সবাজার সদর থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবীর।
অপহৃত তরুণী নাসিমা আকতার কক্সবাজার শহরের বৈদ্যঘোনার মৃত মোহাম্মদ ইসমাইলের কন্যা। গত ৮ মার্চ তাকে টিউশনিতে যাওয়ার পথে উজ্জ্বল সেনসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা অপহরণ করে নিয়ে যায় বলে দাবী করে তরুণীর মাতা মিনু আরা বেগম বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি মামলা করেন। ওই মামলার ভিকটিম নাসিমা এখনও উদ্ধার হয়নি।
ওসি জানান, উজ্জ্বল সেনের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে আরো বহু মামলা ও জিডি রয়েছে। তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।