সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

শক্তি কক্সবাজারের হাত ধরে সুসংগঠিত হিজড়া জনগোষ্ঠী

বার্তা কক্ষ / ৩৩৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪ 
তৃতীয় লিঙ্গ ও হিজড়ারাও মানুষ। তাদের আর অবহেলা নয়। সময়োপযোগী কর্সসূচির মাধ্যমে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। এ জন্য প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা থাকবে।

শনিবার (১৭ জুলাই) তৃতীয় লিঙ্গ ও হিজড়া সমিতির আত্মপ্রকাশ উপলক্ষে সভায় কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের কারণে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে তৃতীয় লিঙ্গ। তাদেরকে এখন কোনভাবেই অবহেলার সুযোগ নাই। এরাও দেশের নাগরিক। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের গড়ে তোলা হবে।

সভা শেষে তৃতীয় লিঙ্গ ও হিজড়া সমিতির পক্ষ থেকে মেয়র মজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এদিকে, প্রায় ২০ বছর ধরে তৃতীয় লিঙ্গ ও হিজড়া সম্প্রদায়ের লোকদের সংগঠিত করে নানাভাবে সহায়তা দিয়ে আসছে শক্তি কক্সবাজারের পরিচালক উজ্জ্বল সেন।

তার দীর্ঘ দিনের স্বপ্ন, নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। এখন হিজড়াদের এগিয়ে যাওয়ার পালা।

বিভিন্ন জায়গার হিজড়াদের সংগঠিত করতে সমন্বয়কের ভূমিকা পালন করেছেন- রিতা হিজড়া, তামান্না হিজড়া, শিউলি হিজড়া, আদুরি হিজড়া ও রাণী মুখার্জি।

মেকানিক্যাল, কম্পিউটার, সেলাই কর্মসহ নানামুখী আত্মকর্মসংস্থানমূলক কাজের মাধ্যমে হিজড়াদের দক্ষ ও সঞ্চয়মুখী নাগরিকে পরিণত করা হবে বলে জানিয়েছেন উজ্জ্বল সেন।

এ জন্য তিনি হিতাকাঙ্ক্ষীদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।