রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি:
রামুতে বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে বণ্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে উপজেলার কাউয়ারখোপ, কচ্ছপিয়া, গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, চাল,ডাল, তেল, চিড়াসহ বিভিন্ন শুকনো খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
জাগো নারী উন্নয়ন সংস্থার ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- সংস্থার নির্বাহী পরিচালক ও সমাজ কর্মী শিউলী শর্মা, রামু উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, কাউয়ারখোপ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ডাক্তার নেবু রানী শর্মা, সাংস্কৃতিক কর্মী ইসকান্দর মির্জা, প্রোগ্রাম অফিসার ঝুন্টু কুমার দে, প্রকৌশলী ইমরুল হাসান এডমিন অফিসার অলি উল্লাহ, মনো সামাজিক কাউন্সিলর বিলকিস নাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা জানান, ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে আগামী ২ মাস এ কার্যক্রম অব্যহত থাকবে।
তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা সহ সমাজের বিত্তবানদের বণ্যা কবলিত মানুষের পাশে দাড়ানোর দরকার।