শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

বন্যাদুর্গতদের ঘরেঘরে খাবার পৌঁছিয়ে দিল ইয়াসিদ ও আলোকিত যুব সংগঠন

বার্তা কক্ষ / ৩৮৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের চৌফলদন্ডিতে বন্যার্থদের মাঝে ইয়াসিদ ও আলোকিত যুব সংগঠনের যৌথ উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এবং আলীয়া পাড়ার দেড় শতাধিক পরিবারের মাঝে প্যাকেটজাত খাবার তুলে দেন নেতৃবৃন্দ।

বানের পানি ও গ্রামীণ জনপদের বিপদসংকুল পথ পেরিয়ে অসহায়দের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিকতার পরিচয় দিয়েছে ইয়াসিদ ও আলোকিত যুব সংগঠনের নেতৃবৃন্দ।

সম্ভাবনাময় যুবদের যুবকদের সংঘবদ্ধ এই প্রয়াস ও মানবিক কর্মসূচিকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছে।

মানুষের দুর্যোগে মানবিক সহায়তার কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইয়াসিদ ও আলোকিত যুব সংগঠনের কর্তারা।

এজন্য তারা স্থানীয়দের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেছেন।

সেইসঙ্গে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।