শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

বার্তা কক্ষ / ৩৩১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪:
টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মোঃ শরীফ (২৬) নামে রোহিঙ্গা নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে ২ টি দেশীয় তৈরি আগ্নেয়স্ত্র, ৭ রাউন্ড তাজা কার্তুজ ও ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবী করেছে।

শনিবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে হ্নীলা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৩ ও ব্লক ডি-৪ এর মাঝে পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

মোঃ শরীফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মোঃ সালামের ছেলে ও রোহিঙ্গা শীর্ষ ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, পাহাড়ের পাদদেশে অস্ত্রসস্ত্রসহ অবস্থানরত রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সদস্যদের কেন্দ্রস্থলে অভিযানে গেলে সশস্ত্র রোহিঙ্গা ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে।পুলিশও নিজেদের আত্বরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করলে রোহিঙ্গা ডাকাতরা পালিয়ে যায়।

গুলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধসহ ২ টি দেশীয় তৈরি (এলজি) আগ্নেয়স্ত্র, ৭ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ সময় আহত হয় এএসআই আজিজ ও আমির হোসেন। তাদেরকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

গুলিবিদ্ধ রোহিঙ্গা ডাকাতকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।