শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে আয়োজন করেছে কর্মহীন মহিলাদের জন্য হস্ত ও কুটির শিল্পের উপর ১০ দিনব্যাপী প্রশিক্ষণ।
কক্সবাজার ভিত্তিক স্যুভেনির কিভাবে উৎপাদন করতে হয় তা ওখানে শেখানো হবে। এরই মাধ্যমে কমবে বেকারত্ব; বাড়বে আত্মনির্ভরশীলতা, আসবে অর্থনৈতিক সমৃদ্ধি।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে কক্সবাজার সদরের ঝিলংজা বাইপাস সড়ক সংলগ্ন পালস কনফারেন্স হলে কর্মশালায় বিভিন্ন এলাকার ২২ জন নারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী, আইএলও এর জেলা সমন্বয়কারী সিরাজুল ইসলাম ও চেম্বারের প্রোগ্রাম সমন্বয়কারী অশুক কুমার সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।