বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
উখিয়ার কুতুপালং গ্রামে করোনার উপসর্গ নিয়ে মোঃ আলম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুতুপালং এলাকার জবুর আলমের ছেলে। পেশায় তিনি একজন দোকানদার।
রবিবার (৭ জুন) সকাল ৮ টার দিকে নিজ বাড়িতেই মারা যান মোঃ আলম।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নিকারুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, লোকটির করোনা পজিটিভ ছিলনা। উপসর্গ নিয়ে মারা গেছেন। খবর পেয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের টিম পাঠিয়েছি। বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, মোঃ আলম গত কয়েকদিন যাবত জ্বরসহ অন্যান্য রোগে ভুগছিলেন। শারীরিক অসুস্থতা অবস্থায় সে হাসপাতালে না গিয়ে স্থানীয় ফার্মেসী থেকে চিকিৎসা করেছিলেন।
মোঃ আলমের বাড়ি রোহিঙ্গা ক্যাম্প ১/ইষ্ট এলাকায় বিধায় ওই এলাকার রোহিঙ্গা লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।