শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সহ-সভাপতি- মো: জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিদুয়ানুর রহমান, কার্যকরি সদস্য তানভীর শাহরিয়ার, হেলাল উদ্দিন ও তাসপ্রিয়া বিনতে কাশেম।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
রবিবার (৭ জুন) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন সাংবাদিক আবদুল মোনায়েম খান। তিনি ১ মেয়ে ১ ছেলের জনক।
গত ৩১ মে তার করোনা ধরা পড়ে। ছেলে কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাইমেনের রিপোর্টও পজিটিভ আসে।
শারীরিক অবস্থার অবনতি হলে ১ জুন রাতে সাংবাদিক মোনায়েমকে উখিয়া আইসোলেশন সেন্টারে নেয়া হয়।
চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে গত ৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
সেখানে নেয়ার পর প্রথম দিক তার অবস্থা কিছুটা উন্নতি হয়। শনিবারও অনেকটা ভাল ছিল। কিন্তু রবিবার ভোররাত থেকে খুবই সংকটাপন্ন হয়ে যায়। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন কক্সবাজারে সিনিয়র সাংবাদিক মোনায়েম খান।