শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার হোটেল মোটেল জোন এলাকার হিল টাওয়ার হোটেল এন্ড রিসোর্টের পরিচালক ইশতিয়াক শাহ (৩০) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (২০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
ইশতিয়াক শাহ প্রয়াত শিল্পপতি রইস উদ্দীনের ভাতিজা এবং মাতারবাড়ী দক্ষিণ মিয়াজি পাড়ার মুফিজ উদ্দীনের ছেলে।
তিনি উখিয়া সোনার পাড়ার মেরিগোল্ড হ্যাচারীর পরিচালক।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারী) বাদে জুহর দক্ষিণ মিয়াজি পাড়ায় নামাজে জানাজা শেষে স্থানীয় খবর স্থানে দাফন করা হবে।
গত ১৬ ফেব্রুয়ারী ব্যক্তিগত কাজে সিএনজিতে করে রাউজান হয়ে চট্টগ্রাম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। ওই সময় হাঁটুতে ও ডান হাতের বাহুতে আঘাত পান। তখন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে স্ট্রোক করে মারা যান ইশতিয়াক।