শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

হিল টাওয়ার হোটেল এন্ড রিসোর্টের পরিচালক ইশতিয়াক শাহ মারা গেছেন

বার্তা কক্ষ / ২৫১ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার হোটেল মোটেল জোন এলাকার হিল টাওয়ার হোটেল এন্ড রিসোর্টের পরিচালক ইশতিয়াক শাহ (৩০) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (২০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
ইশতিয়াক শাহ প্রয়াত শিল্পপতি রইস উদ্দীনের ভাতিজা এবং মাতারবাড়ী দক্ষিণ মিয়াজি পাড়ার মুফিজ উদ্দীনের ছেলে।
তিনি উখিয়া সোনার পাড়ার মেরিগোল্ড হ্যাচারীর পরিচালক।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারী) বাদে জুহর দক্ষিণ মিয়াজি পাড়ায় নামাজে জানাজা শেষে স্থানীয় খবর স্থানে দাফন করা হবে।
গত ১৬ ফেব্রুয়ারী ব্যক্তিগত কাজে সিএনজিতে করে রাউজান হয়ে চট্টগ্রাম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। ওই সময় হাঁটুতে ও ডান হাতের বাহুতে আঘাত পান। তখন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে স্ট্রোক করে মারা যান ইশতিয়াক।