বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
ইংরেজি দৈনিক ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেস এর কক্সবাজার জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খানের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (৭ জুন) দিবাগত রাত সোয়া ১০ টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের বাড়িতে আবদুল মোনায়েম খানের মৃতদেহ আনা হয়। আধা ঘন্টা পর তারাবনিয়ার ছরা কবরস্থান মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মরহুমের ছোটভাই, জীবন বীমা কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক আবদুল বাসেত খান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
জানাজায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদসহ অর্ধশত লোক অংশ গ্রহণ করেন।
আল মানারত ফাউন্ডেশন নামক একটি দাতব্য সংস্থার একটি টীম সাংবাদিক আবদুল মোনায়েম খানের দাফন কাফন সম্পন্ন করেন।
জানাজা শেষে তারাবনিয়ার ছরা কবরস্থানে পিতার কবরের পাশেই সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খানকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
প্রসঙ্গত, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান করোনায় আক্রান্ত হয়ে রোববার ৭ জুন বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। সাংবাদিক আবদুল মোনায়েম খান (৫৪) কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের জ্যেষ্ঠ পুত্র।
আবদুল মোনায়েম খান গত ২৩ মে থেকে প্রচন্ড জ্বরে ভুগছিলেন। গত ২৬ মে তার ও তার সন্তান, কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র আবদুল মোহাইমেন খান এর স্যাম্পল টেস্টে দেওয়া হয়। গত ৩১ মে আবদুল মোনায়েম খান ও সন্তান আবদুল মোহাইমেন খান এর ‘পজেটিভ’ রিপোর্ট আসে। ১ জুন রাতে আবদুল মোনায়েম খানকে উখিয়া SARI Isolation & treatment centre এ ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে গত ৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিলো।