শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
১৩ এপ্রিল ছিল নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহর ৪৬ তম জন্মদিন।
১৯৭৬ সালের এই দিনে অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পাহাড়ি-বাঙালি জনপদের জনপ্রিয় এই নেতা।
ছাত্রজীবন থেকে কর্মজীবন, যার প্রতিটি স্তর ছিল গৌরবময়। নিজস্ব প্রতিভা ও যোগ্যতা গুণে পার্বত্য অঞ্চলের প্রায় প্রতিটি জনপদে, তৃণমূলে পরিচিত নাম অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। নিজের এই অবস্থানের জন্য দলের নেতাকর্মীসহ প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
৪৬ তম জন্মদিনে যারা বিভিন্নভাবে শুভেচ্ছা জ্ঞাপন ও দোয়া অনুষ্ঠান করেছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
আজীবন যাতে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সে জন্য সবার দোয়া কামনা করেছেন তিনি।