শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

পিএমখালী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল গফুর

বার্তা কক্ষ / ২২৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন পিএমখালী সমবায় সমিতি লিমিটেডের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল গফুর।

১৩ এপ্রিল সমিতির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সহ সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

তার আগে মুরশেদ আলী হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল মালেককে সভাপতির পদ থেকে সর্বসম্মতভাবে বহিষ্কার করা হয়েছে।

জরুরি বৈঠকে কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা সমিতির বিধি অনুযায়ী বহিস্কার ও মনোনয়ন চূড়ান্ত করেন।

সমিতির কার্যকরি সদস্য এম. বেদারুল আলমের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন- অর্থ সম্পাদক মামুনুর রশীদ হারুন, উপদেষ্টা মনজুরুল ইসলাম মেম্বার, সদস্য বজল আহমেদ কোম্পানি, জাহাঙ্গীর আলম, শাহ আলম, উপদেষ্টা সিরাজ উল্লাহ, সদস্য শওকত আলম মেম্বার, আবুল কালাম, হাফিজুর রহমান লাভলু, আবু বক্কর সিদ্দিক।

শুরুতে কোরআন তেলওয়াত করেন সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ।

সমিতির যে সকল সদস্য সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত প্রমাণিত হবে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহিত হয়।

সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত সদালাপী ও প্রতিবাদী যুবক মুরশেদ আলীর আত্মার মাগফেরাত কামনায় সভায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, কক্সবাজার বড় বাজার জামে মসজিদ, নুরানি মাদরাসা হিফজখানা ও এতিমখানার অর্থ সম্পাদক, পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর পেশকারপাড়া জামে মসজিদ ও নুরানি মাদরাসার সাধারণ সম্পাদক, পিএমখালী উত্তর পাতলী হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, উত্তর পাতলী জামে মসজিদ এবং সমাজ কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন মাওলানা আবদুল গফুর।

তিনি কক্সবাজার সদর হাসপাতালের রোগি কল্যাণ সমিতির আজীবন সদস্য এবং কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে অতি সুনামের সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।