রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

আওয়ামী লীগ নেতার নেতৃত্বে কাউন্সিলর পরিবারের জমি দখলের চেষ্টা

বার্তা কক্ষ / ২২৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া কবরস্থান সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে ব্যক্তিমালিকানাধীন জমি দখলের চেষ্টা চালিয়েছে চিহ্নিত ভূমিদস্যুরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে।
জমির মালিক মরহুম মাস্টার খলিল কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখির শ্বশুর।
প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুদ আজাদ ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দখলবাজ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও কঠোর শাস্তি চায় এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা ও পৌর প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি জানান, আব্দুল্লাহ আল মাসুদ আজাদের নেতৃত্বে ইব্রাহিম, আতাউর রহমান, সৈয়দ করিম, ফজলসহ ২০-৫০জন মতো সশস্ত্র দখলবাজ আনুমানিক রাত একটার সময় আমার শশুরের ৪২০ নম্বর খতিয়ানের জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করেছিল। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এক সময় জনতার সহায়তায় চারজনকে আটক করে পুলিশ।
তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান পাখি।
দখলবাজিতে কে নেতৃত্ব দিয়েছে, কারা সহযোগিতায় ছিল, সব সিসি ক্যামেরার ফুটেজে আছে।
রমজানের পবিত্র রজনীতে ভূমিদস্যুতায় জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সুপার, থানার ওসিসহ সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন শাহেনা আক্তার পাখি।
ভবিষ্যতে এমন অবৈধ ও আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ যদি কেউ করতে না পারে, সেজন্য কঠোর ব্যবস্থা চান তিনি।
তবে, জমির মালিকানা দাবিদার অপর পক্ষ রাতের অন্ধকারে কেন সশস্ত্র বাহিনী ও সন্ত্রাসী দিয়ে দখল করতে চাইল? এমন প্রশ্নের উত্তর মেলেনি।
এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, জমির মালিকানা বিরোধে দুইটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিস্তারিত তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।