সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) শহরের লাবণী পয়েন্টের অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বিভীষণ কান্তি দাশ।
ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ হেদায়েত হোসেন।
বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক সিরাজুল হক সিরাজের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গনপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ এখলাছুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন।
উদ্বোধনী বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সহসভাপতি মোঃ ছানা উল্লাহ।
ফেডারেশনের কার্যকরী সভাপতি মোঃ আবুল মনজুর, অতিরিক্ত সম্পাদক মোঃ আনোয়ারুল কামাল, যুগ্ম সম্পাদক আহমদ হোসাইনসহ সংশ্লিষ্টরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।