শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বিত্তবানরা সম্পদের যথাযথভাবে যাকাত প্রদান করলে সমাজে দারিদ্র্য বিমোচন করা সম্ভব।
কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বুধবার যাকাত বিতরণ অনুষ্ঠানে জেলা যাকাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এ কথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের সার্বিক সহযোগিতায় সদরে ৯৪,৫০০, রামু ৪৫,৫০০, উখিয়া ৩৫,০০০, টেকনাফ ৪৫০০০, চকরিয়া ৮১,৭০০, পেকুয়া ৩০,০০০ কুতুবদিয়া ২২,৮০০, মহেশখালী ৫০,০০০ টাকাসহ জেলায় চার লক্ষ ৫ হাজার টাকার চেক জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বিতরণ করেন।
ইসলামে যাকাতের ভূমিকা সম্পর্কে কুরআন হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং যাকাতকে সমাজের দারিদ্র্য বিমোচনের একমাত্র হাতিয়ার হিসেবে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরো বলেন, যাকাতের অর্থে শাড়ী বা লুঙ্গি নয়। যাকাতের অর্থ এমন ভাবে দিন, যেন পরের বছর তাকে আর যাকাত নিতে না হয়। সে যেন স্বাবলম্বী হয়ে উঠে। সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের মাধ্যমে সমাজের পিছিয়ে থাকা লোকদেরকে স্বাবলম্বী করার মানসে আগামীতে যাকাত প্রদানের আহবান জানান।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার উপ-পরিচালক ফাহমিদা বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, জেলা প্রাথমিক শিক্ষা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম ও জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম সিদ্দীকি।
এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার ফিল্ড অফিসার মোঃ ফজল করিম, সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ আবুল ফয়েজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন উপজেলার মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।