শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

ভূমিদস্যুদের মিথ্যাচার ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বার্তা কক্ষ / ২০৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

বার্তা পরিবেশকঃ
উখিয়া উপজেলাধীন রুমখাঁ বড় বিল ৭নং ওয়ার্ডের বাসিন্দা ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত তথাকথিত ডা:কাশেম (৫৮) ও মোহাম্মদ হাশেম (৫৫) সম্পর্কে আমার চাচা হয়। গত ১৫ মে চট্টগ্রাম ২৪ ডটকম নামে অনলাইনে মাধ্যমে আমি নরুল আমিনের ৩৫ বছর ধরে বসবাসরত ভিটা যার খতিয়ান নাম্বার বিএস দাগ ৬২৭নং খতিয়ান ও আমার বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলন করে তথাকতিত ডা:কাশেম মনগড়া মিথ্যা তথ্য দিয়ে সত্যকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করতেছে।
বিগত ২৪/০৩/২০২২ তারিখ দুপুর সময় জোরপূর্বক আমার বসতভিটায় হামলা করে আমি নুরুল আমিন ও আমার সহধর্মীনি ফাতেমা বেগমকে লোহার রড, লোহার পাইপ দিয়ে আমাদের সারা শরীলে আঘাত করতে থাকে ১নং আসামী ও ২নং আসামী।আমাদের অবস্থা খারাপ হলে এলাকার লোকজনদের সাহায্যে আমি এবং আমার সহধর্মীনি ফাতেমা বেগমকে উখিয়া উপজেলা হাসপাতালে ভর্তি হয়।হাসপাতালে আমার সহধর্মীনি ৫দিন ধরে ভর্তি ছিলেন যাবার প্রমান ডাক্তার সাটিকেট আমাদের হাতে রয়েছে।
বিগত ২৮/০৩/২০২২ কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং-২উখিয়া কক্সবাজার মামলাটি দায়ের করি।
উক্ত মামলটি উখিয়া থানাকে তদন্ত পুর্বক রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় বিজ্ঞ আদালত।
মামলাটি বর্তমানে উখিয়া থানার সিনিয়র অফিসার এসআই মোহাম্মদ কালামের হাতে তদন্তধীন।
মামলায় আসামি করা হয়েছে। তারা হলেন ১. আব্দুল মান্নান, পিতা মোহাম্মদ হাশেম ২. আব্দুল মাজেদ, পিতা তথাকথিত ডা:মোহাম্মদ কাশেম ৩. মোহাম্মদ হাশেম, পিতা মৃত নুর আহমদ মাষ্টার।
মামলার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল তিনবার পরিদর্শন করে এলাকাবাসীর সাক্ষ্য নিয়েছেন। যাতে সবকিছু সুস্পষ্ট।
তবু ‘ভূমিদস্যু’ কাশেম ধোঁকাবাজির আশ্রয় গ্রহণ করে আমাদের বিরুদ্ধে মনগড়া বক্তব্য দিয়েছেন।
মিথ্যাচারের তীব্র প্রতিবাদ ও ঘটনার সুষ্টু তদন্তপূর্বক ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের আবেদন করছি।
সেই সঙ্গে প্রতিপক্ষের বানোয়াট বক্তব্যে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
নুরুল আমিন
রুমখাঁ বড় বিল, ৭ নং ওয়ার্ড হলদিয়াপালং, উখিয়া, কক্সবাজার।