রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সদর ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার অবসরপ্রাপ্ত প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আব্দুল গফুর (৮৫) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কক্সবাজার জেলা সভাপতি ও সদরের খুরুশকুলের কাজী মাওলানা মুহাম্মদ মনজুর আলম।
তিনি প্রবীণ এই আলেমে দ্বীনের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মাওলানা আব্দুল গফুর বৃহস্পতিবার (২জুন) দুপুরে ঝিলংজা চান্দেরপাড়াস্থ নিজ বাড়িতে স্ট্রোক করেন মাওলানা আব্দুল গফুর।
মুমূর্ষ অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার নামাজে জানাজা শুক্রবার (৩ জুন) সকাল ১০ টায় ঝিলংজা চান্দেরপাড়াস্থ আল বয়ান ইনষ্টিটিউট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।