শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের সভা

বার্তা কক্ষ / ২০৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ জুলাই সন্ধ্যা সাতটায় সভার প্রথম পর্বে লায়ন্স সদস্য ও দেশবাসীর কল্যাণে খতমে কুরআন ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দ্বিতীয় পর্বে Charge Handover and Takeover program ক্লাব প্রেসিডেন্ট রোকন উদ্দিন মাহমুদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে শপথবাক্য পাঠ করান ক্লাব ট্রেজারার অধ্যক্ষ দিদারুল্লাহ।
ক্লাব সেক্রেটারি মীযানুল করীমের সঞ্চালনায় লায়ন সভায় বক্তব্য রাখেন, ক্লাব প্রেসিডেন্ট (ইলেক. ২০২২-২০২৩) ইঞ্জিনিয়ার মো. সাহেদ সালাউদ্দিন এমজেএফ, ভাইস প্রেসিডেন্ট ইফতিকার উদ্দিন চৌধুরী, সার্ভিস চেয়ারপারসন আরিফুল ইসলাম, ক্লাব ডিরেক্টর লায়ন শহীদুল করিম, লায়ন কফিল উদ্দিন, লায়ন বেলাল উদ্দিন, লায়ন রুবেল বড়ুয়া, লায়ন হান্নান, লায়ন জাহাঙ্গীর, লায়ন হুমায়ূন কবির, লায়ন আল- আমিন।
সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফাস্ট ভাইস প্রেসিডেন্ট এডভোকেট একরামুল হুদা, ক্লাব সেক্রেটারি (ইলেক.) শামসু উদ্দিন ফারুকি, ক্লাব চেয়ারপার্সন ফরিদুল ইসলাম, ক্লাব ডিরেক্টর রহমতুল্লাহ কাজল প্রমুখ। সভায় কেক কেটে চার্টার প্রেসিডেন্ট রোকন উদ্দিন মাহমুদ আল মামুন, বর্তমান ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো.সাহেদ সালাউদ্দিনকে ২০২২-২০২৩ অর্থ বছরের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।