শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সহস্রাধিক মানুষের জন্য গণভোজসহ ব্যাপক কর্মসূচি পালন করেছে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু ও পরিবারের জীবন ও কর্ম নিয়ে শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টায় হোয়াইক্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আলম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে সভাপতি প্রার্থী নুরুল বশর।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার রুপকার। এ অবিসংবাদিত মহাপুরুষের দূরদর্শী, অকুতোভয় ও বলিষ্ঠ নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল মহান স্বাধীনতা সংগ্রামে ও মুক্তিযুদ্ধে। তাঁর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন দেশ এবং স্বাধীন জাতির মর্যাদা। শুধু তাই নয়, বাংলাদেশি হিসেবে আমাদের গর্বিত অস্তিত্ব ও বিশ্ব পরিমণ্ডলে আমাদের গৌরবজনক পরিচিতি এ মহান নেতার অবদান।
আওয়ামী লীগের নেতারা আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর স্বপ্ন, আদর্শ ও নির্দেশনা আজও আমাদের সঠিক পথ দেখায়। আর তাঁর দেখানো পথ ধরেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন।
সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল হাসান মিল্কী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহাম্মদ হোসেন মেম্বার, জাবেদ ইকবাল চৌধুরী, মাস্টার ইলিয়াছ শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাকারিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক বদিউল আলম বদি, উপ-প্রচার সম্পাদক নবী হোসাইন, উপ-দপ্তর সম্পাদক ইউছুফ ভুট্রো, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মাস্টার ফরিদুল আলম, সদস্য কায়সার উদ্দিন আহাম্মদ, সাইফুদ্দিন খালেদ, হোসাইন আহাম্মদ মেম্বার, গোলাম আকবর মেম্বার, মোহাম্মদ হাসান মেম্বার, কামাল উদ্দিন বাচ্ছু, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানি, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর চৌধুরী, কৃষকলীগের সাবেক উপজেলা সভাপতি এবিএম আবুল হোসেন রাজু, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম, ইউনিয়ন যুব লীগের নেতা শাহজালাল মেম্বার, সিরাজুল মোস্তাফা লালু মেম্বার, বাদশা মিয়া মেম্বার, আওয়ামী লীগ নেতা বশির আহাম্মদ চৌধুরী, সৈয়দ হোসেন সিকদার, ডাক্তার আব্দুস শুক্কুর, ছৈয়দ হোসেন সেলিম, এডভোকেট নুরুল হোসাইন নাহিদ, মোঃ ইদ্রিস খান, হেলাল উদ্দিন আসিফ, আব্দুল্লাহ আল আমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে আবদুল মজিদ, আকতার হোসেন, আহমদ হোসেন, হাজি আবদুস সামাদ, হেডমেন শামসুদ্দিন আহমদ, নুুরুল ইসলাম লালু, মোহাম্মদ তাহের, আবু তাহের, মোঃ আবুল কাশেম, ইউনিয়ন যুব লীগের আহবায়ক নুরুল মোস্তফা মানিক, যুগ্ম আহবায়ক জামাল মাহমুদ, মিজানুর রহমান, স্বেচ্ছাসবক লীগ নেতা এনামুল হোসেন চৌধুরী বাবু, ইউনিয়ন ছাত্রলীগের হাশেমুর রেজা, ফরহাদ মাহমুদ, জামাল উদ্দিন, আতাউর রহমান ওয়াসিম।
স্বত:স্ফূর্ত কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
জাতির পিতার ৪৭ তম জাতীয় শোক দিবস পালনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, শোক র্যালী করা হয়। আলোচনা সভা শেষে গনভোজের মধ্যদিয়ে স্বতঃস্ফূর্ত দিনের আয়োজন সম্পন্ন হয়।