সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
রামুতে মায়ের অবাধ্য পুত্র মোঃ আবুল কালাম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
সে দক্ষিণ খুনিয়া পালংয়ের বাসিন্দা মরহুম হামিদ আলীর ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।
তিনি জানান, মোঃ আবুল কালাম মারামারি মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। যার নং- সিআর ৩৬৯/২২। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে মা খু্ইল্লা বিবির ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিল মোঃ আবুল কালাম। এ বিষয়ে স্থানীয় সালিশ বৈঠক ডাকা হয়। এলাকার গনমান্য ব্যক্তিদের সুপর্শ ও সিদ্ধান্ত মানে নি। ভাইদের সাথেও অনেক দিনের বিরোধ তার। ঝগড়াটে মানসিকতার কারণে এলাকাবাসী আবুল কালামকে খুব অপছন্দ করে।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চেয়ারম্যান (সাবেক) আবদুল মাবুদ স্বাক্ষরিত ‘সালিশী ডিক্রীনামা পত্রে’ দেখা যায়, ছেলে আবুল কালামের বিরুদ্ধে পরিষদে বিচার দাখিল করেন মা খুইল্লা বিবি। যার নং-১৫/২১।
পরিষদে উপস্থিত চেয়ারম্যান, মেম্বারসহ সকলের সম্মুখে বিচারে আবুল কালাম দোষী প্রমাণিত হয়।
মা খুইল্লা বিবি বলেন, ছেলে আবুল কালাম অবাধ্য। আদেশ নিষেধ মানে না। অন্যান্য ভাইদের অধিকার নষ্ট ও নির্যাতন করে।
একই অভিযোগে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রামু) আদালতে ছেলে আবুল কালামের বিরুদ্ধে মামলা করেন মা খুইল্লা বিবি। যা বিচারাধীন।