নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ মাদরাসা জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন হয়েছে।
রবিবার (২১ আগস্ট) বিকালে মসজিদের প্রায় ৭ হাজার স্কয়ার ফুট ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেন আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার পরিচালক (মুহতামিম) আল্লামা ওবাইদুল্লাহ হামজা।
রবিবার (২১ আগস্ট) বিকালে মসজিদের কাজ পরিদর্শন শেষে সন্তুষ্টির কথা জানান।
এরপর তিনি শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় ও মোনাজাত করেন।
এ সময় ধাওনখালি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ মুসলিম, লাইট হাউজ মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আলী, চাকমারকুল মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, রহমানিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ সোলাইমান কাসেমী, রাজারকুল মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহসিন শরিফ, মাদ্রাসা মসজিদ নির্মাণ কমিটির সেক্রেটারী শরাফত উল্লাহ বাবুল সিকদার, জামেয়াতুল আবরার কক্সবাজারের পরিচালক মাওলানা আতাউল করিম, লাইট হাউজ পাড়ার নুরুল আমিন কাতেবি, আব্দুস সবুর কোম্পানি, হাফেজ আব্দুল্লাহ, শাহাবুদ্দিন, নেসারুল হকসহ গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
মেহমানদের স্বাগত ও কৃতজ্ঞতা জানান মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আলী।
Leave a Reply