শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন কক্সবাজার জেলা কমিটি গঠিত

বার্তা কক্ষ / ৩১৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

খোরশেদ সভাপতি, উজ্জ্বল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:
শ্রম অধিদপ্তরের আওতাধীন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-১৯৬৫) কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়েছে।
আগামী দুই বছর মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে মোঃ খোরশেদ আলম সভাপতি, মোঃ আবুল কাশেম কার্যকরী সভাপতি এবং উজ্জ্বল বড়ুয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে অন্যান্য পদে যারা রয়েছেন, মোঃ শাহাব উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, মোঃ আনিছ সহ-সভাপতি, মোঃ সেলিম মঈনুদ্দিন চৌধুরী যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ তফছির আহমদ সহ-সম্পাদক, মোঃ ফজলুল করিম সহ-সম্পাদক, মিনহাজ উদ্দিন সাংগঠনিক সম্পাদক, মোঃ আরমান হোসেন কোষাধ্যক্ষ এবং যতন পাল প্রচার সম্পাদক।
গত ১৬ নভেম্বর এ কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কবির আহম্মেদ মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।
এর আগে ১০ অক্টোবর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি পাশ করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়। ইউনিয়নের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৭ এর ‘খ’ এবং অনুচ্ছেদ ২০ এর ‘গ’ মোতাবেক নতুন কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল স্তরের কর্মচারীর চাকুরীগত সমস্যা সমাধান, দাবি-দাওয়া পূরণ ও তাদের সার্বিক কল্যাণে কাজ করে যাবেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মোঃ খোরশেদ আলম এর আগেও জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুইবার সভাপতির দায়িত্বে ছিলেন। পাশাপাশি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের কক্সবাজার জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন। উজ্জ্বল বড়ুয়া বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সহকারী সমিতি চট্টগ্রাম সার্কেলের সহসভাপতির দায়িত্বে আছেন। নতুন যাত্রায় তারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।