1. khaircox10@gmail.com : admin :
নাবিকের প্রথম বর্ষপূর্তি ও ইফতার মাহফিল - coxsbazartimes24.com
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন

Ads

নাবিকের প্রথম বর্ষপূর্তি ও ইফতার মাহফিল

  • আপডেট সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৫২০ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক
নাগরিক বিবেক কক্সবাজার (নাবিক) এর প্রথম বর্ষপূর্তি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) শহরের আবাসিক হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী গোরকঘাটা মাদরাসার পরিচালক মাওলানা আবদুল গফুর।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নাবিকের সহসভাপতি হাফেজ মুহাম্মদ রিদওয়ানুল কাবীর।

বিশেষ অতিথির বক্তব্য দেন, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মোহসেন শরীফ, সাংবাদিক শামসুল হক শারেক, মাওলানা মুহাম্মদ শুয়াইব, মুফতি মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুফতি আব্দুল্লাহ জুনাইদ।

নাবিকের যুগ্ম সম্পাদক হানিফ রাইয়ান কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে মাওলানা আবদুল খালেক নেজামী, মাওলানা হাফেজ জিয়াউল হক, মাওলানা আবদুল্লাহ, প্রফেসর সেলিম উল্লাহ, প্রফেসর নাজেম উদ্দিন, ব্যবসায়ী নেতা কাসেম আলী, মাওলানা আরিফ উল্লাহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানবাধিকার, নাগরিক অধিকার ও কর্তব্য বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে নাবিক। শালীন সুন্দর সংস্কৃতির আবহ তৈরি এবং সর্বক্ষেত্রে সুশিক্ষা ছড়িয়ে দেওয়া তাদের কাজ। শিক্ষারহার বৃদ্ধিতে শিক্ষাবান্ধব কর্মসূচি গ্রহণও নাবিকের কাজের মধ্যে অন্যতম।

 

 

খবরটি সবার মাঝে শেয়ার করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের নিউজ দেখুন
© All rights reserved © 2020 coxsbazartimes24
Theme Customized By CoxsTech