রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সরকারি দল ছাত্র লীগের নাম ব্যবহার করে কক্সবাজারের চিহ্নিত কিছু অপরাধী কলাতলীর ওয়ার্ল্ড বিচ রিসোর্ট হোটেলে হামলা ও চাঁদাবাজির মাধ্যমে পর্যটন ব্যবসাকে ধ্বংসের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। মুখোশধারী সন্ত্রাসীদের কারণে সাধারণ ব্যবসায়ীরাও ভীতসন্ত্রস্ত।
তাদের কাছ থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীরা।
এসব বিষয়ে সোমবার (২৪ এপ্রিল) বিকালে কক্সবাজার আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, হোটেল মালিক হাজি দেলোয়ার হোসেনের নিকট থেকে চাঁদা দাবি করে আসছে চিহ্নিত একটি চক্র। চাঁদা না দেওয়ায় ঈদের আগের দিন সুপরিকল্পিতভাবে অবৈধভাবে হোটেল দখলে নেয়। শতকোটি টাকা বিনিয়োগ করেও হোটেলে ঢুকতে পারছে না মালিকপক্ষ। নিরাপত্তাহীনতায় রয়েছে তারা। সুনাম ক্ষুণ্ন হচ্ছে পর্যটন নগরী।
ওয়ার্ল্ড বিচ রিসোর্ট হোটেলের ব্যবস্থাপক শেখ আবদুল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে হোটেলের একাউন্টস এসএম কাউসার, এডমিন মেহেদী, কর্মকর্তা এনামুল কবির, হিসাব কর্মকর্তা আবদুল হালিম, কফি শপ কর্মকর্তা হাকিম, ইসমাইলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পর্যটন শহরকে অস্থিতিশীলকারী মুখোশধারী অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।