রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

হামলা ও চাঁদাবাজিতে কক্সবাজারের পর্যটন ব্যবসা ধ্বংসের পাঁয়তারা

বার্তা কক্ষ / ২৬০ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
সরকারি দল ছাত্র লীগের নাম ব্যবহার করে কক্সবাজারের চিহ্নিত কিছু অপরাধী কলাতলীর ওয়ার্ল্ড বিচ রিসোর্ট হোটেলে হামলা ও চাঁদাবাজির মাধ্যমে পর্যটন ব্যবসাকে ধ্বংসের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। মুখোশধারী সন্ত্রাসীদের কারণে সাধারণ ব্যবসায়ীরাও ভীতসন্ত্রস্ত।
তাদের কাছ থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীরা।

এসব বিষয়ে সোমবার (২৪ এপ্রিল) বিকালে কক্সবাজার আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, হোটেল মালিক হাজি দেলোয়ার হোসেনের নিকট থেকে চাঁদা দাবি করে আসছে চিহ্নিত একটি চক্র। চাঁদা না দেওয়ায় ঈদের আগের দিন সুপরিকল্পিতভাবে অবৈধভাবে হোটেল দখলে নেয়। শতকোটি টাকা বিনিয়োগ করেও হোটেলে ঢুকতে পারছে না মালিকপক্ষ। নিরাপত্তাহীনতায় রয়েছে তারা। সুনাম ক্ষুণ্ন হচ্ছে পর্যটন নগরী।

ওয়ার্ল্ড বিচ রিসোর্ট হোটেলের ব্যবস্থাপক শেখ আবদুল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে হোটেলের একাউন্টস এসএম কাউসার, এডমিন মেহেদী, কর্মকর্তা এনামুল কবির, হিসাব কর্মকর্তা আবদুল হালিম, কফি শপ কর্মকর্তা হাকিম, ইসমাইলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পর্যটন শহরকে অস্থিতিশীলকারী মুখোশধারী অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।