1. khaircox10@gmail.com : admin :
একটি পতনমুখী প্রজম্মের সামনে ঐশী জ্ঞান  - coxsbazartimes24.com
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন

Ads

একটি পতনমুখী প্রজম্মের সামনে ঐশী জ্ঞান 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২০৫ বার ভিউ

মিজানুর রহমান:
Golden Generation – GGB কর্তৃক পবিত্র রমজান মাস জুড়ে অর্থসহ কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার
ভারুয়াখালী সেন্টারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন আলহামদুলিল্লাহ।
ঈদের আনন্দের নামে অধিকাংশ কিশোর, যুবক, তরুণ /ছাত্র /ছাত্রী নাাচে-গানে অশ্লীলতায় পূর্ণনিমজ্জিত, রাস্তা-ঘাটে বের হওয়া অনেকটা অস্বস্তিকর।
তাদের আচরণ, হাবভাবে ঈদের নির্মল ও পবিত্র আনন্দের ধারণাই পাল্টে গেছে নতুন প্রজম্মের নিকট।
মনে হচ্ছে, এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দের নামে বন্ধি শয়তান মুক্ত হয়ে পথে -প্রান্তরে, নগরে-শহরে তার সৈনিকদের পিক-আপ,টমটমসহ বিভিন্ন যানবাহনে তুলে আগামী প্রজন্মকে ধ্বংস করার সর্বশক্তি নিয়োগ করেছে।
শয়তানের সৈনিকদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে সৈনিক সন্তানের পিতা-মাতা/অভিভাবক কিংবা এলাকার উশৃংখল কিছু পাতি নেতা।
আগামী প্রজন্মের এই বেহাল দশা দেখে জাতির ভবিষ্যৎ নিয়ে যখন সবাই হতাশ ঠিক তখনই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে Golden Generation(GGB) ভারুয়াখালী সেন্টার তরুণ, যুবক,কিশোর /কিশোরীদের ঐশী জ্ঞানে সমৃদ্ধ করে এই পতনমুখী প্রজম্মকে রক্ষার প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ।
পাশে থাকুন-স্বপ্ন সোনালী আগামীর।

মিজানুর রহমান
চেয়ারম্যান, আইডিয়াল গ্রুপ/আইডিয়াল ট্রাস্ট (বাংলাবাজার, ঝিলংজা, সদর, কক্সবাজার)।

 

খবরটি সবার মাঝে শেয়ার করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের নিউজ দেখুন
© All rights reserved © 2020 coxsbazartimes24
Theme Customized By CoxsTech