সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

টেকনাফে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার

বার্তা কক্ষ / ১৫১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
টেকনাফে স্কুলে থেকে বাড়ি ফেরার পথে অপহৃত শিশু মোহাম্মদ হোছন প্রকাশ সূর্য্য(৮)কে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে লেদা সড়কে তাকে পাওয়া যায়।
সে হ্নীলা ইউপির ৮ নং ওয়ার্ডের দক্ষিণ লেদা গ্রামের সুলতান আহমদের ছেলে।
গত রবিবার (৪ জুন) লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয় সূর্য্য। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন পিতা সুলতান আহমদ। যার নং-২১৫/২৩।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম।
তিনি বলেন, ভিকটিম শিশুর মা-বাবার ফোনে মুক্তিপন দাবি করে আসছিল অপহরণকারীচক্র। ঘটনাটি থানা পুলিশ অবগত হওয়ার পর থেকে পরিবারের সাথে যোগাযোগ করে। মুক্তিপণ দাবিতে ব্যবহৃত মোবাইল নাম্বার ও প্রাপ্ত তথ্যাদি তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই করা হয়।
ওসি জানান, ঘটনার পর গহিন পাহাড়সহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। তাদের তৎপরতা ও সাড়াশি অভিযানের কারণে মোহাম্মদ হোছন প্রকাশ সূর্য্যকে রেখে যায় অপহরণকারীরা। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উদ্ধারপূর্বক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।