শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
প্রেসবিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলার যৌথ উদ্যোগে ৮ জুলাই স্থানীয় একটি অডিটোরিয়ামে বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক থানার সদস্যগণ (রোকন) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আখতার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর, কেন্দ্রীয় শূরা সদস্য ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী (চকরিয়া-পেকুয়া) ও কক্সবাজার শহর জামায়াতের আমীর জননেতা আব্দুল্লাহ আল ফারুক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠায় দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দ্বীন ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে।
সবাইকে ত্যাগ ও কুরবানির শিক্ষায় উজ্জীবিত হয়ে ন্যায় ও ইনসাফ-ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। সম্মেলনে প্রধান বক্তা বলেন, সরকার দেশে ভোটাধিকার, বাক স্বাধীনতা ও বিরোধী দলের সভা সমাবেশ করার অধিকারকে হরণ করেছে। নিরপেক্ষ সরকার সরকার ছাড়া এদেশে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতীতে ভোটের দিনের পূর্ব রাতে ব্যালটে সীল মেরে আওয়ামী লীগ নির্বাচনে অনিয়মের সকল রেকর্ডকে ভঙ্গ করেছে। সুতরাং নিরপেক্ষ সরকার ব্যতীত আর কোন নির্বাচন নয়।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, মাতামুহুরি সাংগঠনিক থানা আমীর ফরিদুল আলম। আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর মাস্টার রফিক উদ্দিন আহমেদ, মাওলানা ছাবের আহমেদ ফারুকী ও মাওলানা মোজাম্মেল হক, খুটাখালী ইউনিয়নের চেয়ারম্যান ও খুটাখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মজিদ, সেক্রেটারি মুসা ইবনে হোছাইন প্রমুখ।