শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

পূর্ব ঘোনার পাড়া সমাজ কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সেরা আলমগীর 

বার্তা কক্ষ / ১৫৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের পূর্ব ঘোনার পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২২ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ১২৪ জনের ভোটে সমাজের প্রতিনিধি নির্বাচিত হবে।

নির্বাচনে প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ সোমবার (১০ জুলাই) থেকে শুরু হয়েছে।

একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, ৩জন সহসভাপতি, সাধারণ সম্পাদক পদে ১জনসহ মোট ১১ পদে ভোট হবে।

মঙ্গলবার (১১ জুলাই) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন নির্মল কান্তি রুদ্র। সহকারি কমিশনার হিসেবে রয়েছেন, আবদুল ওয়াহাব, সুজিত শর্মা, নির্মল কান্তি দাস।

সোমবার রাত সাড়ে ৯ টা পর্যন্ত সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ ১৪টি ফরম বিক্রি হয়েছে।

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে একজন আলমগীর। তিনি কক্সবাজার শহরের বড়বাজার এলাকার একজন পরিচিত ব্যবসায়ী। সমাজের সর্বস্তরের মানুষের কাছে তার যথেষ্ট জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজার পৌরসভার মধ্যে ঘনবসতি এবং অতি গুরুত্বপূর্ণ এলাকার নাম পূর্ব ঘোনার পাড়া। এখানকাবাসীর প্রয়োজনে আলমগীরের মতো উদীয়মান যুব নেতা দরকার। তাকে নির্বাচিত করার মাধ্যমে সমাজের উন্নয়ন করতে ঐক্যবদ্ধ স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, ১৯৯৫ সালে পূর্ব ঘোনার পাড়া সমাজ কমিটি গঠিত হয়। সমাজভুক্ত তিন শতাধিক পরিবার রয়েছে।