বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
টাইমস২৪ ডেস্ক
হৃদরোগে আক্রান্ত হয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি।
সোমবার (১৪ আগস্ট) মিজানুর রহমান আজহারি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, একজন কিংবদন্তির বিদায়!; একজন আল্লামার বিদায়!।
আজহারি বলেন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ্ তাআলা তার দ্বীনের একনিষ্ঠ এ খাদেমকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন।
এতে তিনি কোরআনের সূরা ফজরের একটি আয়াত উদ্ধৃত করেন-
‘হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো।’ [সূরা আল-ফজর, আয়াত: ২৭-৩০]